দায়ীদের আইনের আওতায় আনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের ছাত্রী তিথি সরকারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি
নিজস্ব প্রতিবেদক ::
৯টি প্রগতীশীল গণতান্ত্রিক ছাত্রসংগঠনের ১৬জন সাবেক ছাত্রনেতা এক যৌথ বিবৃতিতে তুচ্ছ অজুহাতে লালমনিরহাটে আগুনে মানুষ পুড়িয়ে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের ছাত্রী তিথি সরকারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গত ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর হোটেল ইম্পেরিয়ালে এ ৯ ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এক আড্ডায় উপস্থিত ছিলেন এবং ১ নভেম্বর ২০২০ রবিবার উল্লেখিত ঘটনায় প্রতিবাদ করেন এবং বিবৃতি প্রদানে একমত হন।
তারা দাবি করেন, গত ২৮ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমাড়িতে আবু ইউনুস মোহম্মদ শহীদুন্নবীকে গুজব ছড়িয়ে পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে পৈচাশিক ভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনায় আমরা সাধারণ নাগরিক হিসেবে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এ জঘন্য হত্যাকান্ডের সাথে যুক্তব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডির কথিত ধর্মঅবমাননার অজুহাতে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার আদেশ অনৈতিক। ইতিপুর্বেও দেখা গেছে, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী কক্সবাজারের রামুতে, বাক্ষ্মনবাড়িয়া, ভোলায় একই ধরনের ঘটনা ঘটিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং ঘোলাপানিতে মাছ স্বীকারের চেষ্টা করেছে।
আমরা দৃঢ় ভাবে এ সকল ঘটনার নিন্দা জানাই এবং দেশের সকল প্রগতীশীল, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শক্তিকে ওই সকল অন্ধাকারের অপশক্তিকে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি।
বিবৃতি দাতা ছাত্রনেতৃবৃন্দ হলেন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাবেক সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি হাসান ইমাম রুবল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ ছাত্র লীগ (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি মাহফুজুর রহমান সমুদ্র, ছাত্র আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শুভাশিস সমাদ্দার শুভ, বাংলাদেশ ছাত্র সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।