বিশেষ প্রতিবেদক
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের আশঙ্কায় ১২টি পয়েন্টকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ঈদে যান চলাচল নির্বিঘ্ন রাখতে এসব পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য ছাড়াও দুই শতাধিক রোভার স্কাউট সদস্য নিয়োগ দিচ্ছে প্রশাসন। প্রশিক্ষিত এসব রোভার স্কাউটস সদস্যরা ২৫ তারিখ থেকে ৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
রোভার স্কাউটদের প্রশিক্ষণ কর্মশালায় এসে জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার এসব তথ্য জানান। এ সময় হাইওয়েতে দায়িত্ব পালনের জন্য রোভার স্কাউটদের প্রশিক্ষণে ইউনিফর্ম তুলে দেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন ‘১২টি হটস্পটের প্রতিটিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দুইটি কুইক রেসপন্স টিমও নিয়োজিত থাকবে। এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি পর্যবেক্ষণ করবে মোবাইল কোর্ট।’
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খায়রুল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদের আগে যানজটের পাশপাশি সম্প্রতি ছিনতাই ও ডাকাতির ঘটনায় নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করছে যাত্রী ও চালকেরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কুমিল্লা রিজিয়নে প্রায় ১ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।
১২টি হটস্পটের বিশেষ টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও সড়কের জনপদ বিভাগের প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, হাইওয়ে এবং জেলা পুলিশের সদস্য, রোভার স্কাউট এবং পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বিঘ্ন ঈদ যাত্রা নিশ্চিত করতে আগামী ২৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত হাইওয়ে পুলিশের এই কর্মসূচি চলমান থাকবে।