ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর বোগদাদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রফিক উল্যাহ নামে এক পুলিশ সদস্য (কনস্টেবল) নিহত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১৯ জুন) বিকেলে ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রফিক উল্যাহ (৫৭) পুলিশ ফাঁড়ি থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় তিনি আহত হয়ে সড়কে লুটে পড়েন। পুলিশ তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারম থানায়।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর হায়দার বলেন, বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রফিক উল্যাহ ডিউটিরত অবস্থায় ছিলেন। তিনি ওষুধ ক্রয় করার জন্য রাস্তা পারাপারের সময় সৌদি পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেয়া হচ্ছে।