কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

Coxbazar.jpg

সভাপতি সাদ্দাম, সম্পাদক মারুফ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাদ্দাম হোসাইনকে কমিটির সভাপতি ও আবু মো. মারুফ আদনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ছাত্রলীগ কেন্দ্রীয় শাখার সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় বছর পর নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। একইসঙ্গে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হলো।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি পদে মো. মঈন উদ্দীন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন, নারিমা জাহান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক, মো. শওকত হোসেন পেকুয়া।

এছাড়া ওয়াসিফ কবির, কামরুজ্জামান হিরু, এরশাদুল হক মিলন, গাজীর নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top