ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ : ইনু

image_264641.inu_.jpg

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নগর প্রতিবেদক :

ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতি বাংলাদেশের জন্য একটি স্থায়ী বিপদ। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতির বিরুদ্ধে সার্বক্ষনিক লড়াই জারি রাখার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-বৈষম্যের বিরুদ্ধে সুশাসন ও সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিতে হবে। ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জঙ্গিবাদী পাকিস্তানপন্থার রাজনীতিকে পরাজিত করে রাজনৈতিক শান্তি অর্জন এবং দুর্নীতি-লুটপাট-বৈষম্যে ক্ষতবিক্ষত-বিপর্যস্থ জনগণের কান্না ও দীর্ঘশ্বাস দূর করে সামাজিক শান্তি ও প্রগতি অর্জনই এখন দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মূল কর্তব্য বলে দাবি করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ।

তিনি ২২ আগস্ট শনিবার সকাল ১১ টায় রাজধানীর বিবি এভিনিউতে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে করোনায় সদ্যপ্রয়াত জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জাসদ নেতা, দুঃসাহসী মুক্তিযোদ্ধা কমান্ডার, সেক্টর কমান্ডারস ফোরামের আইন বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক, জাতীয় আইনজীবী পরিষদের সহ-সভাপতি এড. হাবিবুর রহমান শওকতের শোক সভায় এসব মন্তব্য করেন।

করোনায় সদ্যপ্রয়াত দুঃসাহসী মুক্তিযোদ্ধা কমান্ডার ও জাসদ নেতা এড. হাবিবুর রহমান শওকতের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটি।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, প্রয়াত এড. হাবিবুর রহমান শওকতের কন্যা স্থপিত তানজিনা রহমান ছুটি, জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সফি উদ্দিন মোল্লা,  যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, মোঃ মোহসীন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এড. মোঃ সেলিম, জাতীয় নারী জোট নেত্রী নিলঞ্জনা রিফাত সুরভী, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশিদুল হক ননী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রয়াত এড. হাবিবুর রহমান শওকতের স্ত্রী মমতাজ বেগম, দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, এবিএম জাকিরুল হক টিটন, আব্দুর রাজ্জাক, কাজী সালমা সুলতানা, মোঃ মনির হোসেন, নারী নেত্রী সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, মফিজুর রহমান বাবুল প্রমূখ।

সভাপতির ভাষণে হাসানুল হক ইনু এমপি বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা এড. হাবিবুর রহমান শওকতকে একজন বিশ্বস্থ, বলিষ্ঠ সহযোদ্ধা ও মহান দেশপ্রেমিক হিসাবে আখ্যায়িত করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এড. হাবিবুর রহমান শওকত মুক্তিযুদ্ধকে ১৯৭১ এর ৯ মাসের যুদ্ধের মধ্যে আটকে না রেখে জীবনের শেষ দিন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্র ব্যাপ্ত করে ধারন ও লালন করেছেন। এড. হাবিবুর রহমান শওকত মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে সামান্যতম ছাড় ও আপোসে বিশ্বাস করতেন না।

সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রয়াত নেতা এড. হাবিবুর রহমান শওকতের সংক্ষিপ্ত জীবনালেখ্য পাঠ করেন। শোক সভার পূর্বে এড. হাবিবুর রহমান শওকতের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ করেন জাসদ কেন্দ্রীয় কমিটি, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় নারী জোট, জাতীয় যুব জোট, জাতীয় আইনজীবী পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ।

উল্লেখ্য গত ৩ আগস্ট বৈশ্বিক মহামারি করোনার হিংস্র ছোবলে এড. হাবিবুর রহমান শওকত চির বিদায় নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top