ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রেখে নতুন আইন অধ্যাদেশ জারি করায় জাসদের সন্তোষ প্রকাশ ও সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন

001-1.jpg

নিজস্ব প্রতিবেদক ::

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে দেশের নারী আন্দোলনের দীর্ঘদিনের দাবি, সাম্প্রতিককালে ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ মহামারী আকার ধারণ, ধর্ষকদের বেপরোয়া ভাব এবং ধর্ষণকারীদের কর্তৃক ধর্ষণের মত জঘন্য অপরাধের ভিডিও ধারণ করে সামাজিক গণমাধ্যমে প্রকাশ করে নিজেদের বীরত্ব জাহির করা, ক্ষেত্রবিশেষে ধর্ষক ও সংঘবদ্ধ ধর্ষকদের সাথে পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বের যোগসাজশ, আইনের ফাঁকফোকড় দিয়ে ধর্ষকদের বেড়িয়ে আসার ঘটনার বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গণদাবির প্রতি সম্মান জানিয়ে মন্ত্রীসভায় ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যদন্ড ও ১৮০দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করার বিধান রেখে নতুন আইন পাশ এবং রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারির ঘটনায় সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

জাসদ নেতারা নতুন আইনের কঠোর প্রয়োগ এবং পুলিশকে এই আইনের প্রয়োগে সচেতন ও সংবেদনশীল করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তারা একইসাথে ধর্ষণসহ নারীর প্রতি সকল ধরণের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ আন্দোলন জারি রাখার জন্য দেশের বিবেকবান ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের প্রতি আহবান জানিয়েছেন। তারা ধর্ষক, নির্যাতক, অপরাধীদের রাজনৈতিক দলের ছাতার নিচ থেকে বের করে দেয়া ও সামাজিকভাবে বর্জনের আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top