‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী ও উস্কানীদাতা রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার ও বিচারে’র দাবিতে যুব জোটের সমাবেশ

IMG_20201208_121710.jpg

নগর প্রতিবেদকঃ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনা সমগ্র জাতিকে চরমভাবে ব্যথিত করেছে। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানে বাংলাদেশকে অস্বীকার করা। ভাস্কর্য বিরোধীরা বাংলাদেশ রাষ্ট্র, সংবিধান, মুক্তিযুদ্ধ কিছুই মানেনা। নারীদের অসম্মান করে এরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম অবমাননা করছে, এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি ।

৮ ডিসেম্বর মঙ্গলবার, সকাল ১১:৩০ টায়, বঙ্গবন্ধু এভিনিউ জাসদ কার্যালয়ের সামনে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ ভাস্কর্য ভাংচুরকারী রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার ও বিচারে’র দাবিতে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত সমাবেশে ভাষণদানকালে শিরীন আখতার এমপি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক মোল্লাদের ছাড় দেয়া বা আপোস করার কোন সুযোগ নেই। এরা ক্ষমার সুযোগ নিয়ে ক্ষমাকারী হত্যা করে, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রের পিঠে ছোবল হানে। জনাব শিরীন আখতার এমপি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরকারী, উস্কানীদাতা রাজনৈতিক মোল্লা, উত্তেজনা-অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি জানান।

জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমূখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

scroll to top