সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা আবদুল মান্নানের প্রতি বিএনপির শেষ শ্রদ্ধা

58ae815739c1a8382587320197067b7b-5f298e8ebe179.jpg

সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান

নগর প্রতিনিধি :

দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার (৫ আগস্ট) সকালে তার কফিন নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ সিনিয়র নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার কফিন দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়।

বেলা ১২ টার দিকে নয়া পল্টনের কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নাজাজে জানাজা হয়। এসময় মির্জা ফখরুল বলেন, ‘আবদুল মান্নান শুধু দলের ভাইস চেয়ারম্যানই ছিলেন না, তিনি একজন প্রতিথযশা কর্মী ছিলেন। তার মতো সৎ, আন্তরিক, নিষ্ঠাবান ও যোগ্য মানুষকে রাজনীতিতে আমি খুব কম দেখেছি। আমার এখনও মনে আছে, তিনি যখন বাংলাদেশ বিমানের এমডি ছিলাম তখন বাংলাদেশ বিমান প্রফিট করেছিল। সেই প্রফিটের টাকা দিয়ে তিনি লন্ডনে বিমানের একটা স্থায়ী অফিস করেছিলেন। সব বকেয়া ঋণ পরিশোধ করেছিলেন।’
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বার্ধক্যজনিত নানা জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল মান্নান (৭৮)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি ঈদগাহ মাঠ, নবাবগঞ্জের রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং বেলা ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে জানাজা শেষে আজিমপুর কবরাস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

নয়াপল্টনে আবদুল মান্নানের প্রতি শ্রদ্ধা নিবেদন

১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান। ঢাকা-২ আসনে (নবাবগঞ্জ- দোহার) ১৯৯১ সালে থেকে চার বার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচিত হন তিনি। একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে নির্বাচনও করেছিলেন তিনি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জানাজা অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মরহুমের মেয়ের জমাই নাসির উদ্দিন অসীম ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top