নোয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ৩৮, মোট ২৩৬২, মৃত্যু ৫২ জন, সুস্থ ১২৫৫

noakhali-k.jpg

নোয়াখালী প্রতিনিধ :

নোয়াখালীতে একদিনে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে-৯ জন, বেগমগঞ্জে-১ জন, সোনাইমুড়ীতে-৭, সেনবাগে-১ জন, কোম্পানীগঞ্জে-১ জন ও কবিরহাটে-১, হাতিয়া-১৭, সুবর্ণচরে-১ জন ও সুস্থ হয়েছে ৭২ জন। এনিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৩৬২ জন, মৃত্যু ৫২ জন ও সুস্থ হয়েছেন ১২৫৫ জন।

গতকাল (৯ জুলাই) সকাল ১০টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-১০১৯ জন।

নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলাভিত্তিক তথ্য: সদর সর্বোচ্চ- ৭১৮ জন, বেগমগঞ্জ-৬৭৭ জন, চাটখিলে-১৪১ জন, সোনাইমুড়ীতে-১২৮ জন, কবিরহাটে-২৫৭ জন, কোম্পানীগঞ্জে-১৩২ জন, সেনবাগে-১০৫ জন, হাতিয়া-৫৪ জন ও সুবর্ণচরে-১৫০ জনসহ মোট জেলায়- ২৩৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top