নোয়াখালীতে ৬১ জন পুলিশ সদস্যকে পুরষ্কৃত করলেন পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন

FB_IMG_1603283977274.jpg

নোয়াখালী প্রতিনিধি ::

বুধবার (২১ অক্টোবর) সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্সের শহীদ ময়নুল হক হলে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সেপ্টেম্বর/২০২০ মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে বিশেষ সম্মাননা স্মারক, সার্টিফিকেট অব অ্যপ্রিসিয়েশন ও অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন।

সভায় পুরষ্কৃত পুলিশ সদস্যগণ হলেন,সেপ্টেম্বর মাসের ওয়ারেন্ট তামিল অফিসার (এএসআই) হিসেবে সোনাইমুড়ি থানার এএসআই মোঃ আল-আমিন ১ম, কোম্পানীগঞ্জ থানার এএসআই আজিম উদ্দিন ২য়, চাটখিল থানার এএসআই মোঃ সুমন মিয়া ৩য়। এসআইদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমান ১ম, চাটখিল থানার এসআই জাকির হোসেন ২য় ও বেগমগঞ্জ মডেল থানার এসআই জামাল হোসেন ৩য় স্থান লাভ করেন। সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ জাকির হোসেন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে বেগমগঞ্জ মডেল থানার এসআই মোস্তাক আহমেদ, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে সুধারাম মডেল থানার এসআই সুধন চন্দ্র দাস, বিশেষ পুরস্কার পুরস্কার লাভ করেন জেলা হিসাব রক্ষণ অফিসে কর্মরত এএসআই(সশস্ত্র) মোঃ শাহিন শ্রেষ্ঠ কনস্টেবল যৌথভাবে সুধারাম মডেল থানার কনস্টেবল মোঃ আজিম উদ্দিন ও সেনবাগ থানার কনস্টেবল উশৈহাই মারমা, ওয়ারেন্ট তামিলে শ্রেষ্ঠ থানা হিসেবে হাতিয়া থানা, শ্রেষ্ঠ থানা হিসেবে কোম্পানীগঞ্জ থানা ও শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খালেদ ইবনে মালেক।
এছাড়া সেপ্টেম্বর/২০ মাসে সাজা পরোয়ানা তামিলের জন্য জেলা বিভিন্ন থানার ৪৬ জন অফিসারকে অর্থ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া এসআই (সশস্ত্র) হতে ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত দুজন পুলিশ কর্মকর্তা র‍্যাংক ব্যাজ পড়িয়ে দেন।

সদ্য অবসরে যাওয়া ১২ জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে বিদায় জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top